Sundarban Package Tour, Call: 01977 886877, 01678076361-69
#১ম_দিন:
সকাল ৭:০০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়া বা আন্ধার মানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো আন্ধার মানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে নবনির্মিত ওয়াচ টাওয়ার এ বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্যে।
#২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি’র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব “সুন্দরবন” এবং ‘বঙ্গপোসাগর ” এর মিলন স্থান।
এরপর কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ সকালের নাস্তা করতে করতে শীপ যাবে “কচিখালির” উদ্দেশ্যে।
“কচিখালিতে” গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধা পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
For Booking Call: +88 01678076361-69, 01714168388, +88 02222283619, 02222291538, 02222294153, 028837118
WhatsApp Number: +88 01678076362, 01678076363, 01678076368, 01711336825
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
⭕#১ম_দিন:
🔹সকাল ৯ টা: পরোটা, সবজি, ডিম ভাজি, মুরগির গিলা কলিজার লটপটি, সুজির হালুয়া।
🔹বেলা ১১ টা- কেক, কলা ,চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, ভর্তা, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস
⭕#২য়_দিন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল ।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, ভর্তা, চিংড়ি শাক, ফিস কারি ,চিকেন কারি , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পরাটা, চিকেন বারবিকিউ,ফিশ বারবিকিউ ,ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।
⭕#৩য়_দিন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, বিভিন্ন ধরনের ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, ডিমের মালাইকারি, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি। চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।
সুুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনা গামী বাস/ট্রেন/বিমান/পছন্দীয় পরিবহনে রওনা দিয়ে
খুলনা পৌছানো।
সকাল ৭:০০ টায় আমাদের ট্যুর গাইড আপনার/ আপনাদের সাথে যোগাযোগ করে ৪নং লঞ্চ ঘাট/
খুলনা জেলখানা ঘাট থেকে লঞ্চে নিয়ে আসবে এবং আপনার/ আপনাদের জন্য নির্ধারিত রুমের চাবি
বুঝিয়ে দিবেন। কিছুটা বিশ্রাম শেষে সকালের না¯তা ও চা/কফির সাথে আপনাদের কে নিয়ে লঞ্চটি রওনা
দিবে ২ রাত ৩ দিনের জন্য অজানার খোঁজে সুন্দরবন এর পথে। যাত্রা পথে নদীর দুপাশের দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে যা সত্যি উপভোগ্য। এর মধ্যে বিশেষ করে খান-জাহান-আলী সেতু, খুলনা শিপইয়ার্ড , রেলসেতু, রামপাল তাপ বিদুৎ কেন্দ্র, এল,পি,জি গ্যাস প্লান্ট এবং মোংলা বন্দর দেখতে দেখতে লঞ্চটি সুন্দরবনের প্রবেশদারে অবস্থিত ঢাংমারী ফরেস্ট স্টেশন পৌছাবে। এখান থেকে বন বিভাগের নিরাপত্তা প্রহরী নিয়ে আবার সুন্দরবনে যাত্রা। দুপুর ১২:০০ থেকে ১২:৩০ টায় আন্দারমানিক ট্যুরিজম সেন্টার এ লঞ্চ নোঙর করবে। আপনি আরামদায়ক পোশাক পরে ট্রলার যোগে আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্র, কাঠের ট্রেইল, পরিদর্শন করে লঞ্চে ফেরৎ আসবেন। বিকাল ৩:০০ থেকে ৩:৩০ মিনিটে শ্যালা গাং হয়ে লঞ্চটি রওনা দিবে কটকার উদ্দেশ্যে। আমাদের লঞ্চ আনুমানিক রাত ৮:০০ থেকে ৯:০০ টায় কটকা পৌছাবে এবং রাতে কটকা অফিসের সামনে অবস্থান করবে। কটকা সুন্দরবনের এমন একটি বনাঞ্চল যার সৌন্দর্য প্রতিটি প্রহওে হৃদয়স্পর্শী।
ভোরের প্রথম সূর্যের আলো দিয়ে আমাদের কার্যμম শুরু হবে। ভোড় ৬:৩০ প্রথমে কাঠের ট্রলারে খালে
ভ্রমন এবং তারপর জামতলা বনাঞ্চল এবং জামতলা সমুদ্র সৈকত পরিদর্শন। জামতলা সমুদ্র সৈকত
পৌছানোর জন্য আমাদের আনুমানিক ৩০ মিনিট গহীন জঙ্গলের ভিতর দিয়ে হেটে যেতে হবে। যা
আসলেই ভীষন রোমাঞ্চকর। এরপর সকাল ৮:০০ টায় ট্রলারে করে আবার আমরা কটকা যাব এবং
কটকা বনাঞ্চল ঘুরে দেখব। পরিদর্শন শেষে ৯ টায় লঞ্চ এ ফিওে আসব এবং ৯:৩০ মিনিটে যাত্রা শুরু
করবে নীলকমল/ হিরণপয়েন্ট এর উদ্দেশ্যে। দুপুর ২:০০ থেকে ২:৩০ মিনিটে হিরণপয়েন্টে বিশ্ব ঐতিহ্য
স্থান, ফুট ট্রেইল, ওয়াচটাওয়ার পরিদর্শন করব। পরিদর্শন শেষে লঞ্চ ৪:০০ টায় দুবলারচরের
আলোরকোল এর উদ্দেশ্যে রওনা দিবে। বিকালের সময় কাটবে দুবলারচরের আলোরকোল এ।
দুবলারচরের আলোরকোল এ সূর্যা¯ত দেখব এবং চাহিদা মত শুটকি সংগ্রহ করার সুযোগ রয়েছে। রাতে
বার-বি-কিউ ডিনারের সাথে জোয়ার-ভাটার উপর নির্ভর করে রওনা হবো করমজল এর উদ্দেশ্যে।
করমজল (কুমির প্রজনন কেন্দ্র) বন বিভাগের অফিস এর সামনে লঞ্চ অবস্থান করবে।
সকালে না¯তা শেষে সকাল ৯:০০ টায় করমজল কুমির প্রজনন কেন্দ্্র পরিদর্শন করে শিপে ফিরব এবং
১১:০০ টায় খুলনার উদ্দেশ্যে যাত্রা। বিকাল আনুমানিক ৩:০০ থেকে ৪:০০ টায় খুলনা পৌছাব এবং ভ্রমন
সমাপ্তি হইবে।
For Booking Call: +88 01678076361-69, 01714168388, +88 02222283619, 02222291538, 02222294153, 028837118
WhatsApp Number: +88 01678076362, 01678076363, 01678076368, 01711336825
বিকাল ৫.৩০ মিনিটে, পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে যাত্রা শুরু ও সকল গেস্ট কে ওয়েল কাম ড্রিংকস দিয়ে স্বাগত জানানো ও সবার রুম ডিস্ট্রিবিউশন। শীতলক্ষ্যা নদী ধরে আমাদের ভ্রমন শুরু। জাহাজ এর কনফারেন্স রুম ও বিশাল ছাদে পরিচয় পর্ব ও আড্ডা গান করতে করতে ডিনার সেরে নেয়া ও অসংখ্য নদী ধরে আমাদের ক্রুজ এগিয়ে চলবে বঙ্গোপসাগরের উপকুল এর দিকে।
আনুমানিক সকাল ১১ টায় আমাদের জাহাজ পৌছে যাবে তেতুলিয়া নদীর চ্যানেল এ। সকালের নাস্তা খেয়ে আমরা নেমে যাবো জাহাজ থেকে। বড় স্টীল এর নৌকাতে করে ২ ঘন্টা + জার্নি করে তেতুলিয়া নদীর সরু চ্যানেল ও মোহনা ধরে এগিয়ে চলে যাবো তারুয়া সমুদ্র সৈকত এ। ২ ঘন্টা অবস্থান করবো, ঘুরবো, ম্যানগ্রোভ বন ও সমুদ্র সৈকত এ হাটাহাটি করবো, ছবি তুলবো। সাথে করে নেয়া প্যাকেট জাত লাঞ্চ বক্স এ আমরা দুপুর এর খাবার সেরে নিবো।
আবার বোটে উঠবো বোট চলবে চর কুকরি মুকরি এর দিকে। চর কুকরি মুকরি ওয়াচ টাওয়ার ও আশেপাশের এরিয়া ঘুরবো। নারিকেল বাগান সহ আশেপাশের এরিয়া গুলোতে ঘুরে বেড়াবো। তারপর বোটে করে জাহাজ এর দিকে রওয়ানা হবো। সন্ধ্যায় জাহাজ রওয়ানা হবে চর মোন্তাজ এর উদ্দেশ্যে। রাতে চর মোন্তাজ এ তেতুলিয়া নদী ও সাগরের মোহনা এর অদূরে জাহাজ নোঙর এবং জাহাজ এ অবস্থান ও ডিনার।
সকালের নাস্তা শেষ করে আমাদের ছোট স্টীল এর নৌকাতে (বোট) এ সবাই উঠে যাবো “সোনার চর – দি গোল্ডেন আইল্যান্ড” নামার উদ্দেশ্যে। জোয়ার ভাটা অনুযায়ী ম্যানগ্রোভ বনের খাল অথবা সাগর ধরে আমাদের ছোট বোট চলে যাবে সোনার চরে। সোনার চর এ নেমে সবাই এক সাথে বীচ হাইকিং ও ম্যানগ্রোভ বনে ট্রেকিং করবো। পাখি দেখবো। হেটে হেটে শুটকি পল্লী (যদি থাকে, এই সীজনে সাধারণত শুটকি পল্লী উঠে যায়) ভিজিট করবো। এরপর সাগরে জোয়ার থাকলে সাগরে গোসল করবো। এরপর ফিরে চলবো জাহাজ এ।
জাহাজ এ ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নিয়ে, সামান্য একটু রেস্ট নিয়ে, ছোট বোট এ করে চলে আসবো “হেয়ার আইল্যান্ড বা চর হেয়ার” এ। চর হেয়ার এ আমরা হেটে হেটে ঝাউ বাগান ও কলাগাছিয়া সমুদ্র সৈকত ভ্রমন করে, সানসেট পয়েন্ট এ সুর্যাস্ত দেখে আবার জাহাজ এ ফিরে আসবো। সন্ধ্যার নাস্তা সেরে রেস্ট নিবো। রাতে বার বি কিউ ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সকালে জাহাজ ছুটে চলবে ফিরতি পথে। দিনের বেলায় অসংখ্য নদী ভ্রমন হবে। পরদিন সকালে ঢাকা পৌছাবো।
বিশেষ দ্রস্টব্য: ইহা সম্পূর্ণ অফ রোড একটি ভ্রমন। উপকূলীয় নদী গুলোতে জোয়ার ভাটার তীব্র প্রভাবে গন্তব্যে পৌছানোর ও ঘুরে বেড়ানোর সময় অনেক টাই পরিবর্তন হতে পারে। ভ্রমন স্পট ভিজিট আগে বা পড়ে হতে পারে। হঠাৎ নদী ও সমুদ্র এর আবহাওয়া খারাপ হয়্র উত্তাল হয়ে যেতে পারে। এমন অবস্থায় ট্যুর আইটেনারি এর ২-১ টা স্পট স্কিপ ও করা হতে পারে। এ ক্ষেত্রে চলমান ট্রিপ এর পরিপ্রেক্ষিতে গাইড এর সিদ্ধান্তই চুড়ান্ত হবে। এ নিয়ে কারো কোন আপত্তি গ্রহনযোগ্য হবে না।
For Booking Call: +88 01678076361-69, 01714168388, +88 02222283619, 02222291538, 02222294153, 028837118
WhatsApp Number: +88 01678076362, 01678076363, 01678076368, 01711336825
বিকাল ৫.৩০ মিনিটে, পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে যাত্রা শুরু ও সকল গেস্ট কে ওয়েল কাম ড্রিংকস দিয়ে স্বাগত জানানো ও সবার রুম ডিস্ট্রিবিউশন। শীতলক্ষ্যা নদী ধরে আমাদের ভ্রমন শুরু। জাহাজ এর কনফারেন্স রুম ও বিশাল ছাদে পরিচয় পর্ব ও আড্ডা গান করতে করতে ডিনার সেরে নেয়া ও অসংখ্য নদী ধরে আমাদের ক্রুজ এগিয়ে চলবে বঙ্গোপসাগরের উপকুল এর দিকে।
আনুমানিক সকাল ১১ টায় আমাদের জাহাজ পৌছে যাবে তেতুলিয়া নদীর চ্যানেল এ। সকালের নাস্তা খেয়ে আমরা নেমে যাবো জাহাজ থেকে। বড় স্টীল এর নৌকাতে করে ২ ঘন্টা + জার্নি করে তেতুলিয়া নদীর সরু চ্যানেল ও মোহনা ধরে এগিয়ে চলে যাবো তারুয়া সমুদ্র সৈকত এ। ২ ঘন্টা অবস্থান করবো, ঘুরবো, ম্যানগ্রোভ বন ও সমুদ্র সৈকত এ হাটাহাটি করবো, ছবি তুলবো। সাথে করে নেয়া প্যাকেট জাত লাঞ্চ বক্স এ আমরা দুপুর এর খাবার সেরে নিবো।
আবার বোটে উঠবো বোট চলবে চর কুকরি মুকরি এর দিকে। চর কুকরি মুকরি ওয়াচ টাওয়ার ও আশেপাশের এরিয়া ঘুরবো। নারিকেল বাগান সহ আশেপাশের এরিয়া গুলোতে ঘুরে বেড়াবো। তারপর বোটে করে জাহাজ এর দিকে রওয়ানা হবো। সন্ধ্যায় জাহাজ রওয়ানা হবে চর মোন্তাজ এর উদ্দেশ্যে। রাতে চর মোন্তাজ এ তেতুলিয়া নদী ও সাগরের মোহনা এর অদূরে জাহাজ নোঙর এবং জাহাজ এ অবস্থান ও ডিনার।
সকালের নাস্তা শেষ করে আমাদের ছোট স্টীল এর নৌকাতে (বোট) এ সবাই উঠে যাবো “সোনার চর – দি গোল্ডেন আইল্যান্ড” নামার উদ্দেশ্যে। জোয়ার ভাটা অনুযায়ী ম্যানগ্রোভ বনের খাল অথবা সাগর ধরে আমাদের ছোট বোট চলে যাবে সোনার চরে। সোনার চর এ নেমে সবাই এক সাথে বীচ হাইকিং ও ম্যানগ্রোভ বনে ট্রেকিং করবো। পাখি দেখবো। হেটে হেটে শুটকি পল্লী (যদি থাকে, এই সীজনে সাধারণত শুটকি পল্লী উঠে যায়) ভিজিট করবো। এরপর সাগরে জোয়ার থাকলে সাগরে গোসল করবো। এরপর ফিরে চলবো জাহাজ এ।
জাহাজ এ ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নিয়ে, সামান্য একটু রেস্ট নিয়ে, ছোট বোট এ করে চলে আসবো “হেয়ার আইল্যান্ড বা চর হেয়ার” এ। চর হেয়ার এ আমরা হেটে হেটে ঝাউ বাগান ও কলাগাছিয়া সমুদ্র সৈকত ভ্রমন করে, সানসেট পয়েন্ট এ সুর্যাস্ত দেখে আবার জাহাজ এ ফিরে আসবো। সন্ধ্যার নাস্তা সেরে রেস্ট নিবো। রাতে বার বি কিউ ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সকালে জাহাজ ছুটে চলবে ফিরতি পথে খুলনা পৌছাবো।
বিশেষ দ্রস্টব্য: ইহা সম্পূর্ণ অফ রোড একটি ভ্রমন। উপকূলীয় নদী গুলোতে জোয়ার ভাটার তীব্র প্রভাবে গন্তব্যে পৌছানোর ও ঘুরে বেড়ানোর সময় অনেক টাই পরিবর্তন হতে পারে। ভ্রমন স্পট ভিজিট আগে বা পড়ে হতে পারে। হঠাৎ নদী ও সমুদ্র এর আবহাওয়া খারাপ হয়্র উত্তাল হয়ে যেতে পারে। এমন অবস্থায় ট্যুর আইটেনারি এর ২-১ টা স্পট স্কিপ ও করা হতে পারে। এ ক্ষেত্রে চলমান ট্রিপ এর পরিপ্রেক্ষিতে গাইড এর সিদ্ধান্তই চুড়ান্ত হবে। এ নিয়ে কারো কোন আপত্তি গ্রহনযোগ্য হবে না।
For Booking Call: +88 01678076361-69, 01714168388, +88 02222283619, 02222291538, 02222294153, 028837118
WhatsApp Number: +88 01678076362, 01678076363, 01678076368, 01711336825
© Copyright 2025 Sundarban Tour from Khulna - All Right Reserved.